মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা সাহিদুজ্জামান খোকনকে প্রধান আসামি করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে গাংনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের বাসিন্দা ও মেহেরপুর জেলা ছাত্রদলের সহসভাপতি রেজানুল হক ইমন মামলাটি করেন।
মামলায় সাবেক এমপি খোকনসহ ৫০ জনের নাম উল্লেখ করে, অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন ফরিদপুর জেলার হলেও বাকিরা মেহেরপুরের বাসিন্দা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১ ও ২ নম্বর আসামিরা গাংনী থানা এলাকার অনলাইন জুয়াড়িদের আশ্রয়-প্রশ্রয়দাতা এবং স্থানীয় সন্ত্রাসী কর্মকাণ্ডের মদদদাতা ও অর্থায়নকারী হিসেবে পরিচিত। তাদের নির্দেশনায় ও অর্থায়নে অন্যান্য আসামিরা খুন, জখম, চাঁদাবাজি, লুটপাট, জমি ও বিল দখল, জুয়াসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই চক্রের সন্ত্রাসী কার্যকলাপে ভীত-সন্ত্রস্ত অবস্থায় বসবাস করছিলেন।
এছাড়া অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ২০ ডিসেম্বর ১ থেকে ৩ নম্বর আসামির নির্দেশে ৩৬ থেকে ৪০ নম্বর আসামিরা বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। এতে কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র, আসবাবপত্র ও বৈদ্যুতিক মিটার পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় বলে এজাহারে দাবি করা হয়েছে।
মামলার বিষয়ে অ্যাডভোকেট সেলিম রেজা গাজী বলেন, ‘দ্রুত বিচার আদালত মামলাটি গ্রহণ করে গাংনী থানাকে এফআইআর-এর নির্দেশ দিয়েছেন।’