শামুক খুঁজতে গিয়ে খাগড়াছড়ির চেঙ্গী নদীতে ডুবে রিয়া চাকমা (২০) ও পিয়াসি চাকমা (১৪) নামের দুজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ার নলছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পিয়াসি চাকমা ভাইবোনছড়ার নলছড়া এলাকার বাসিন্দা বিদেশি চাকমা এবং রিয়া চাকমা একই এলাকার রূপায়ন চাকমার মেয়ে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি মো. আব্দুল বাতেন বলেন, শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে চেঙ্গী নদীর পাড়ে পাঁচজন মিলে শামুক খুঁজতে যায়। এ সময় শরীরের ভারসাম্য হারিয়ে রিয়া চাকমা চেঙ্গী নদীতে পড়ে যান। এ সময় তাকে উদ্ধার করতে পিয়াসি চাকমাও নদীতে ঝাঁপ দেন। নদীতে পানির গভীরতা বেশি থাকায় সেও ডুবে যায়।
এ সময় সঙ্গে থাকা অন্যরা স্থানীয়দের খবর দিলে নদীতে জাল ফেলে এক ঘণ্টা চেষ্টার পর দুজনের মরদেহ উদ্ধার করে।