সারাদেশ

পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের আলটিমেটাম

পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের আলটিমেটাম


নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে মহাসড়ক অবরোধ করার আলটিমেটাম দিয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় নরসিংদী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ তথ্য জানিয়েছেন।

ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান, বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে এ ছয় দফা দাবি জানাননো হয়েছে।

দাবিগুলো হলো-

১. জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতি আদালতের মাধ্যমে বাতিল এবং ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ইন্সট্রাক্টরদের নিয়োগ বাতিল করতে হবে।

২. ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করে উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করতে হবে।

৩. উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের (১০ম গ্রেড) পদ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) হতে পাস করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আছে। যেসব সরকারি, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪. কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে।

৫. কারিগরি শিক্ষায় বৈষম্য দূর করার লক্ষ্যে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে।

৬. পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে (নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) পলিটেকনিক ও মনোটেকনিক থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করতে হবে। যাতে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করা যায়।

এ সময় শিক্ষার্থীরা জানান, বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।