মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা ভ্যান্স চলতি সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন।
বুধবার (১৬ এপ্রিল) মার্কিন ভাইস প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশ করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তার পরিবার ১৮ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ভারতও ইতালি সফর করবেন। এই সফরে তিনি ভারতের নেতাদের সঙ্গে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অগ্রাধিকার নিয়ে আলোচনা করবেন।
ভারতে সফরকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের রাজধানী নয়াদিল্লি, জয়পুর এবং আগ্রা সফর করবেন। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৈঠক করবেন। এছাড়া জেডি ভ্যান্সের ভারতীয় বংশোদ্ভূত স্ত্রীসহ তার সন্তান বিভিন্ন সাংস্কৃতিক স্থানে অংশগ্রহণ করবেন। প্রথম ভারতীয় হিসেবে আমেরিকার সেকেন্ড লেডি হয়েছেন তিনি।
এই মুহূর্তে শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের তীব্র বাদানুবাদ চলছে। এই ‘বাণিজ্যযুদ্ধে’র আবহে সস্ত্রীক জেডি ভ্যান্সের ভারতে আসাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই সফর উভয় দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।