খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ছদ্মবেশে দুদক কর্মকর্তারা অভিযানে গেলে দালালরা তাদের কাছে ঘুষ দাবি করেন।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে খুলনা জেলা কার্যালয়ের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। এ সময় সাব রেজিস্ট্রার তন্ময় কুমার মন্ডল, অফিস সহকারী ফারুক হোসেনসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন।
অভিযানে সাব-রেজিস্ট্রি অফিসে সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণের প্রমাণ পাওয়া গেছে বলে জানা গেছে।
দুদকের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাকিবুল ইসলাম কালবেলাকে বলেন, ছদ্মবেশে অভিযানে গেলে দালালরা দলিল রেজিস্ট্রিতে তাদের কাছে ঘুষ দাবি করেন। পরে তাদের সঙ্গে নিয়ে বিভিন্ন কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় বেশ কয়েকজন কর্মকর্তা ও নকল-নবিশকে জিজ্ঞাসাবাদ করা হয়।
তিনি বলেন, অভিযানে সাব-রেজিস্ট্রি অফিসের নকল-নবিশ রাসেল শিকদারের ব্যাগে নগদ ৭০ হাজার টাকা পাওয়া গেছে। এই টাকার সঠিক উৎসের তথ্য তিনি দিতে পারেনি। এছাড়া অফিসের মোহরার অরুণ কুমার বিকাশে টাকা লেনদেন করেছেন। এরও সঠিক ব্যাখ্যা তারা দিতে পারেননি।
এ দিন অভিযানে, মিতা নামের আরেক নকল-নবিশের ব্যাগে ব্যাংকে টাকা জমার তথ্য ও এফডিআরের কাগজ পাওয়া গেছে, টাকার উৎস সম্পর্কে তিনি স্পষ্ট করে কিছু বলতে পারেননি। বিষয়গুলো জেলা রেজিস্ট্রারকে জানানো হয়েছে। পাশাপাশি কমিশনকেও সার্বিক বিষয় অবগত করা হবে বলে কালবেলাকে জানান এই কর্মকর্তা।