পুরো সপ্তাহ জুড়ে মাদ্রিদের গণমাধ্যম গর্জে উঠেছিল — এই ম্যাচ নাকি রিয়ালের ৩-০ গোলে পিছিয়ে থেকেও কামব্যাক সময়ের ব্যাপার। ‘কীভাবে জিতবে’ সেই আলোচনা যখন চলছে, তখন আর্সেনাল নীরবে নিজেদের প্রস্তুত করে নিচ্ছিল ইতিহাস লেখার জন্য। বার্নাব্যুর গ্যালারিতে হাজার হাজার সমর্থকের চিৎকার, উন্মাদনা আর সাদা শিবিরের আত্মবিশ্বাস — সবকিছু মিলিয়েও হারানো গেল না ‘গানার্স’দের।
উল্টো সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলের জয় নিয়ে স্বাগতিকদের স্বপ্ন ভেঙে দিল আর্সেনাল। সামগ্রিকভাবে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে নিশ্চিত করলো চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের টিকিট। যেখানে রিয়াল মাদ্রিদের টাইটেল ডিফেন্স শেষ হলো কোয়ার্টার ফাইনালেই।
বিস্তারিত আসছে…