মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আলফাজ উদ্দিনের পুকুর থেকে ৩২৬ রাউন্ড সরকারি গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ পাইকপাড়া এলাকা থেকে এসব গুলি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। টঙ্গীবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, টঙ্গীবাড়ি উপজেলার দক্ষিণ পাইকপাড়া গ্রামের আলফাজ উদ্দিনের পুকুরের দক্ষিণ পাশে বুক সমান পানির নিচে রশি দিয়ে গাছের ডালের সঙ্গে আটকানো প্লাস্টিকের বস্তায় রক্ষিত একটি টিনের বাক্সে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় ছিলো। পরে গোপন সংবাদের ভিত্তিতে গুলিগুলো উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, গত বছরের ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া এসব গুলি কোনো দুষ্কৃতিকারী অসৎ উদ্দেশ্যে ওই স্থানে পানির নিচে লুকিয়ে রেখেছিল।
টঙ্গীবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম বলেন, পুকুরের নিচ থেকে গোয়েন্দা পুলিশ গুলিগুলো উদ্ধার করেছে। ওগুলো সরকারি গুলি ছিল বলেও জানিয়েছেন তিনি।