বিশ্ব

পূর্ব জেরুজালেমে খ্রিস্টানদের সঙ্গে যা করল ইসরায়েলি পুলিশ

পূর্ব জেরুজালেমে খ্রিস্টানদের সঙ্গে যা করল ইসরায়েলি পুলিশ


নিজেদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে গিয়ে পূর্ব জেরুজালেমে বিপাকে পড়েছেন খ্রিস্টানরা। ভিডিও ফুটেজে দেখা যায়, ইসরায়েলি পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। হোলি স্যাটারডে উপলক্ষে চার্চ অব হোলি সেপুলচারে ঢুকতে চেয়েছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। তবে তাদের ঢুকতে বাধা দেয় ইসরায়েলি পুলিশ। এরপর উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

ভিডিওতে দেখা যায়, চার্চের প্রবেশমুখে খ্রিস্টান ধর্মাবলম্বী কিছু ব্যক্তিকে ধাক্কা দিচ্ছে ইসরায়েলি পুলিশ। এ সময় একটি শিশুকে কাঁদতে দেখা যায়। প্রার্থনাকারীদের ওই এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ার পর এ ঘটনা ঘটে।

অর্থডক্স খ্রিস্টান কমিউনিটি গুড ফ্রাইডের পরদিন হোলি স্যাটারডে পালন করে থাকে। এর পরদিনই ইস্টার সানডে পালন করে অর্থডক্স খ্রিস্টানরা। এ উপলক্ষে চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। হোলি স্যাটারডেতে আবার হোলি ফায়ারও জ্বালিয়ে থাকেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফার জানিয়েছে, ইসরায়েলি পুলিশ পুরাতন শহরের গির্জার দিকে যাওয়ার রাস্তাগুলোতে সামরিক চেকপয়েন্ট স্থাপন করেছে, পরিচয়পত্র পরীক্ষা করেছে এবং অনেক তরুণকে প্রবেশ করতে বাধা দিয়েছে। তবে ইসরায়েলি পুলিশ বলছে, হোলি স্যাটারডেতে নিরাপত্তা নিশ্চিতেই এ ধরনের পদক্ষেপ নিয়েছে তারা।

সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে, ইসরায়েলি পুলিশ দখলকৃত পশ্চিম তীরের হাজার হাজার খ্রিস্টানকে হোলি স্যাটারডে উপলক্ষে জেরুজালেমে প্রবেশে বাধা দিয়েছে। মুসলিম এবং খ্রিস্টান উভয় ফিলিস্তিনিদের জন্য নিজেদের ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রবেশে কঠোর বিধি নিষেধ প্রয়োগ আরোপ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

গির্জা সূত্র ওয়াফাকে জানিয়েছে, ফিলিস্তিনি অঞ্চলজুড়ে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সংখ্যা প্রায় ৫০,০০০ হওয়া সত্ত্বেও, এই বছর পশ্চিম তীরের খ্রিস্টানদের জেরুজালেমে প্রবেশের জন্য মাত্র ৬,০০০ পারমিট জারি করা হয়েছে।

এক বিবৃতিতে, প্রার্থনাকারীদের জেরুজালেমে প্রবেশে ইসরায়েলি কর্তৃপক্ষের বাধার তীব্র প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের চার্চ বিষয়ক উচ্চ প্রেসিডেন্সিয়াল কমিটি। তারা এ বিষয়ে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ নিতে জাতিসংঘ, মানবাধিকার সংস্থা, গির্জা এবং বিশ্বব্যাপী খ্রিস্টান প্রতিষ্ঠানগুলোর কাছে আবেদন জানিয়েছেন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।