খেলাধুলা

আইএম হওয়ার শর্ত পূরণ করলেন তাহসিন

আইএম হওয়ার শর্ত পূরণ করলেন তাহসিন


আন্তর্জাতিক মাস্টার (আইএম) হওয়ার সব শর্ত পূরণ করলেন তাহসিন তাজওয়ার জিয়া। রোববার (২০ এপ্রিল) হাঙ্গেরিতে তৃতীয় আইএম নর্ম অর্জন করেছেন তিনি।

বুদাপেস্টে ‘ফারগো ইভান স্মৃতি গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট’-এ ফিদে মাস্টার তাহসিনের নর্ম অর্জনের পথে শেষ রাউন্ডে জয়ের বিকল্প ছিল না। প্রতিপক্ষ হিসেবে ছিলেন স্বাগতিক হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার গ্রেগলি। কালো ঘুঁটি নিয়ে তাহসিন জয় তুলে নেন। এ জয়ে দ্বিতীয় স্থান নিয়ে আসর শেষ করেছেন তিনি।

দশ রাউন্ডের লড়াইয়ে নর্ম অর্জনের কাজটা কঠিন করে তুলেছিলেন তাহসিন। সে রাউন্ডে ভারতের দাবাড়ু শ্রীরামের কাছে হারের ফলে নর্ম অর্জনের জন্য শেষ রাউন্ডে জয়ই ছিল একমাত্র বিকল্প। চাপের মুখে ভেঙে না পড়ে দারুণ জয়ে আসর শেষ করেন তাহসিন।

আইএম হওয়ার পথে এ নিয়ে তিনটি নর্ম পূরণ করলেন সুপার গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা তাহসিন। তিনটি নর্ম পূরণ করার পাশাপাশি রেটিংয়ের শর্তও পূরণ করেছেন এ ফিদে মাস্টার। আইএম হতে হলে রেটিং ২৪৫০ হতে হয়। এ আসর শেষে তাহসিনের রেটিং দাঁড়াল ২৪৮৩।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।