সারাদেশ

নবাবগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন | কালবেলা

নবাবগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন | কালবেলা


দিনাজপুরের নবাবগঞ্জ প্রেসক্লাবের দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে । রোববার (২০ এপ্রিল) বিকেলে অস্থায়ী কার্যালয়ে নবাবগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি হিসেবে রেজাউল ইসলাম (দৈনিক সাতমাথা) ও রেজাউল করিম স্বাধীনকে (দৈনিক আজকের খবর) সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার আল আলিমুল রাজি। তিনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক।

কমিটিতে দায়িত্ব পাওয়া অন্যরা হলেন- সহসভাপতি ছানাউল্লাহ (দৈনিক ভোরের কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ামিন সরকার ( চ্যানেল এস), কোষাধ্যক্ষ মিজানুর রহমান ( দ্যা ডেইলি ফাইন্যান্সিয়াল), সাংগাঠনিক সম্পাদক বিপ্লব কুমার সাহা (দৈনিক মুক্ত খবর), দপ্তর সম্পাদক সাজেদুল ইসলাম সাগর (দৈনিক ভোরের ডাক), সাহিত্য সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক ড. আ ফ ম আকমল হোসেন (দৈনিক পরিবার), ধর্ম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক আ. কাদের (দৈনিক যুগের আলো), প্রচার ও প্রকাশনা সম্পাদক ওসমান আলী ( দৈনিক বায়ান্নোর আলো)।

কার্যকরী সদস্য পদে রয়েছেন- সুলতান মাহমুদ (দৈনিক ইত্তেফাক), রোকোনুজ্জামান (আমার দেশ), ফরিদুল ইসলাম রাজু (দৈনিক কালবেলা), মামুনুর রশিদ (দৈনিক তালাশ) ও সোবহান আলম সিসেম (দৈনিক একুশের সংবাদ)।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।