অভিনয়শিল্পী আদনান ফারুক হিল্লোল। এখন স্থায়ীভাবে স্ত্রী সন্তান নিয়ে থাকেন যুক্তরাষ্ট্রে। অভিনয়ের সঙ্গে নেই সেভাবে আর সর্ম্পক। করেন ফুলটাইম ফুড ব্লগিং। তাই দর্শকের কাছে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তার ব্যাপক খ্যাতি রয়েছে, যা তিনি বেশ উপভোগ করেন।
দুই মাস ধরে ঢাকায় আছেন হিল্লোল। সেই সুবাদে এবার শিল্পী সংঘের নির্বাচনে ভোট দিতে আসেন তিনি। সেখানেই কালবেলার সঙ্গে আলাপ হয় তার। জানান বর্তমান পেশা নিয়ে আনন্দে আছেন তিনি। করছেন নিজের মতো করে উপভোগও, যা নিয়ে হিল্লোল বলেন, ‘আমি এখন একজন কনটেন্ট ক্রিয়েটর। দেশ-বিদেশের খাবার নিয়ে আমার কাজ। যার সুবাদে পৃথিবীর বিভিন্ন দেশের খাবার ও সংস্কৃতি সম্পর্কে আমার জানার সৌভাগ্য হয়েছে। এ বিষয়টি আমি উপভোগ করছি। কারণ আমার যখন মন চাইবে আমি তখনই কাজটি করতে পারি। এর জন্য সময় নির্ধারণ করতে হচ্ছে না। কোনো রুটিন নেই, পুরোটাই নির্ধারণ হচ্ছে আমার মুডের ওপর। যার ফলে আমি আমার মতো করে কাজ করছি এবং নিজের মতো সময় কাটাচ্ছি। এতেই আমি খুশি এবং ইউটিউবে কনটেন্ট তৈরি উপভোগ করি আমি।’
এ সময় অভিনয় জীবনের ব্যস্ততা নিয়েও কথা বলেন এই শিল্পী। তিনি জানান, দুটি আলাদা প্ল্যাটফর্ম। দুই জায়গায় কাজ করার অভিজ্ঞতা অন্যরকম। তাই তিনি অভিনয়ে যখন ব্যস্ত সময় পার করেছেন তখন সেটি উপভোগ করেছেন। এখন ইউটিউবিং উপভোগ করছেন।
অভিনেতা আদনান ফারুক হিল্লোল এবং উপস্থাপিকা-অভিনেত্রী নওশীন নাহরীন মৌকে ২০১৩ সালের ১ মার্চ ভালোবেসে বিয়ে করেছিলেন। এরপর থেকে দুজনই সুখের সংসার পেতেছেন যুক্তরাষ্ট্রে। তবে কাজের প্রয়োজনে হিল্লোল মাঝেমধ্যে দেশে এলেও নওশীন কয়েক বছর পরপর আসেন দেশে। তাদের মাহভিশা নামে একটি কন্যাসন্তান আছে।