হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। অবশেষে বিবাহিত জীবনে পদার্পণ করলেন তিনি। ১৯ এপ্রিল দীর্ঘদিনের বান্ধবী, চিত্রনাট্যকার ডিলান মেয়ারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ‘টোয়ালাইট’খ্যাত এ তারকা। তাদের বিয়ের হলিউডভিত্তিক একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে।
তবে স্টুয়ার্টের জন্য বিয়েটি সহজ ছিল না। জানা গেছে, এক সপ্তাহ আগে আদালত থেকে এ দম্পতি বিয়ে করার অনুমতি পান। এরপর স্টুয়ার্টের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে মেয়ারকে সাদা পোশাকে অন্যদিকে স্টুয়ার্টকে ধূসর পোশাকে দেখা যায়। এরপর হলিউডের নতুন এ দম্পতিকে শুভেচ্ছা জানান অনেক তারকা।
এর আগে ২০২১ সালের নভেম্বরে, স্টুয়ার্ট একটি সাক্ষাৎকারে মেয়ারের সঙ্গে তার বাগদানের বিষয়টি নিশ্চিত করেছিলেন। ২০১৭ সালে স্টুয়ার্ট উভকামী হিসেবে নিজেকে পরিচয় দিতে শুরু করেন। ২০১৯ সালে ডিলান মেয়ারের সঙ্গে সম্পর্ক শুরু করেন এবং দুজনই ২০১৯ সালের অক্টোবরে ইনস্টাগ্রামে তাদের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন এবং এখন তারা সারাজীবন একসঙ্গে থাকার শপথ নিয়েছেন।