নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে জসিম উদ্দিন ওরফে জসিম রানা নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হুমায়রা তাসমিন আসামির উপস্থিতিতে এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত জসিম উদ্দিন ওরফে জসিম রানা (৩০) বরগুনার পাথরঘাটা এলাকার আব্দুল জলিল হাওলাদারের ছেলে। তার স্ত্রী ও ভুক্তভোগী নারী সুরভী আক্তার মাদারীপুরের মো. দেলোয়ার হোসেনের মেয়ে। তারা রূপগঞ্জের কাঞ্চন এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৫ মার্চ নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন এলাকার ভাড়াটিয়া বাসায় পারিবারিক কলহ ও বাকবিতণ্ডার জেরে জসিম উদ্দিন ওরফে জসিম রানা তার স্ত্রী সুরভী আক্তারকে শ্বাসরোধে হত্যা করে। হত্যাকাণ্ডের পর তিনি ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচার করার চেষ্টা করেন। তদন্ত শেষে পুলিশ জসিমের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। বিচার শেষে আদালত তাকে এ রায় দেন।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্ত্রীকে হত্যার দায়ে স্বাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত স্বামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময়ে আসামি আদালতে উপস্থিত ছিলেন।