সারাদেশ

বাসযাত্রীর ব্যাগে মানুষের হাড়গোড়, অতঃপর…

বাসযাত্রীর ব্যাগে মানুষের হাড়গোড়, অতঃপর…


ময়মনসিংহের ভালুকায় ঢাকাগামী বাসে তল্লাশি চালিয়ে মানবদেহের হাড়গোড় উদ্ধার ক‌রে‌ছেন ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে এসব হাড়গোড় আটক করা হয়।

আটক তিনজন হলেন- ময়মনসিংহ সুতিয়াখালী গ্রামের ফারুক হোসেন ওরফে শাহিন (৪৮), সদর উপজেলার চরকালিবাড়ী এলাকার মো. সাইফুল (৪৫), শেরপুরের শ্রীবর্দী উপজেলার মাটিয়াকুড়া গ্রামের আলমগীর হোসেন (২৪)।

ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ১টায় ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস ও ট্রাকে পুলিশ ও সেনাবাহিনী যৌথ তল্লাশি চালায়। এ সময় শেরপুর থেকে ঢাকাগামী ময়মনসিংহ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। বাসের ভেতরে এক যাত্রীর ব্যাগ দেখে সন্দেহ হয় যৌথবাহিনীর সদস্যদের।

এ সময় সাইফুল ইসলাম নামে এক যাত্রীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তার ব্যাগে অর্জুনগাছের ছাল রয়েছে। তখন তার ব্যাগ খুলে ভেতরে মানবদেহের হাড়গোড় পাওয়া যায়। ব্যাগের ভেতরে তিনটি মাথার খুলি, মানবদেহের বড় হাড় ২৮টি, মেরুদণ্ডের হাড় একটি, মানবদেহের বিভিন্ন অংশের হাড়ের ৫০টি টুকরো পাওয়া যায়। এ সময় তার সঙ্গে থাকা ফারুক হোসেন ও আলমগীর হোসেন নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।

ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম কাল‌বেলা‌কে ব‌লেন, গন্ধ আসায় ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে আসে মানুষের মাথার খুলি, হাড়। হাড়গোড় চুরি করে পাচার করাই ছিল তাদের কাজ। তারা হাড়গোড়গুলো ঢাকায় নিয়ে যাচ্ছিল। এ চক্রের তিন সদস্যকে আটক ক‌রে ভালুকা ম‌ডেল থানায় সোপর্দ করা হ‌য়ে‌ছে।

ভালুকা ম‌ডেল থানার ওসি শামছুল হুদা খান ব‌লেন, তিনজনকে আটক করা হ‌য়েছে। তাদের বিরুদ্ধে মামলা ক‌রে আদাল‌তে পাঠানো হবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।