সারাদেশ

দোকান ভাড়া নিয়ে কথাকাটাকাটি, কলেজশিক্ষককে পিটিয়ে হত্যা

দোকান ভাড়া নিয়ে কথাকাটাকাটি, কলেজশিক্ষককে পিটিয়ে হত্যা


কক্সবাজারের উখিয়ায় দোকান ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে মোহাম্মদ ইকবাল নামে এক কলেজশিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শরিফ নামে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) রাত দেড়টার দিকে উখিয়ার সদর রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইকবাল উখিয়ার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী গ্রামের গুরা মিয়ার ছেলে ও উখিয়া কলেজের শরীর চর্চা বিভাগের শিক্ষক।

উখিয়া থানার ওসি মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন৷

স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, নিজ বাড়ির সামনে দোকান ভাড়া নিয়ে রাজাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব সিকদার বিলের শামসুল আলমের ছেলে শরীফের সঙ্গে শিক্ষক ইকবালের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শরীফ শিক্ষক ইকবালের ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. আরিফ হোসেন আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।