সারাদেশ

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা


বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

উপজেলার কর্মপরিষদ, শূরা সদস্য ও ইউনিয়ন জামায়াতের আমির ও সেক্রেটারিদের উপস্থিতিতে বৈঠকে সর্বসম্মতিক্রমে সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে উপজেলা আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী ও সদস্য সচিব হিসেবে উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফের নাম ঘোষণা করা হয়। এ সময় প্রধান অতিথি মাওলানা আজিজুর রহমান সম্মেলন বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

আগামী ১০ এপ্রিল কালীগঞ্জের শহীদ সামাদ স্মৃতি ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।