সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে চাঁদপুরে আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের দখল ছেড়ে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (২১ এপ্রিল) বিকেলে মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারের ওই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কার্যালয়টি দখলমুক্ত করার ঘোষণা দেন স্থানীয় বিএনপি।
এর আগে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে দলটির আঞ্চলিক কার্যালয়টি দখল করে নেয় স্থানীয় বিএনপি। বিষয়টি চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নজরে আসলে আওয়ামী লীগের ওই কার্যালয়টির দখল ছেড়ে দেওয়ার জন্য নেতাদের নির্দেশ দেন তিনি।
সংবাদ সম্মেলনে মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন বলেন, আমাদের নেতা তানভীর হুদা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে জানতে পারে সুজাতপুর বাজারে বিএনপির একটি কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এই কার্যালয়টি পূর্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলীয় কার্যালয় ছিল। বিএনপির নীতি ও আদর্শের বাইরে গিয়ে অন্য কারো অফিস বা জায়গা দখল করে দলের কার্যালয় প্রতিষ্ঠা করা হবে না। তারা নিজ উদ্যোগে পরবর্তী সময়ে সুজাতপুর বাজারে নতুন করে বিএনপির কার্যালয় করবেন বলে জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা তাঁতী দলের সভাপতি আনোয়ার হোসেন মুন্সি, বিএনপি নেতা আকবর হোসেনসহ স্থানীয় বিএনপির নেতারা।