বিশ্ব

থানা থেকেই মোটরসাইকেল চুরি, বিচলিত পুলিশ

থানা থেকেই মোটরসাইকেল চুরি, বিচলিত পুলিশ


পাকিস্তানের করাচিতে পুলিশ স্টেশনেই ঘটে গেছে এক অভাবনীয় চুরির ঘটনা। এক ব্যক্তি থানার গেটে মোটরসাইকেল রেখে ভেতরে পুলিশের সঙ্গে কথা বলতে যান। আর এই সুযোগে দুঃস্বাহসী চোর পুলিশের নাকের ডগা থেকেই মোটরসাইকেল চুরি করে নিয়ে চম্পট দেয়। মজার বিষয় হলো- চোর নিজেই একজন অভিযোগকারী হিসেবে থানায় গিয়েছিল।

পাকিস্তানি টেলিভিশন চ্যানেল জিও নিউজ জানিয়েছে, করাচির করাঙ্গি জেলার আল-ফালাহ থানায় এ চুরির ঘটনা ঘটেছে। সন্দেহভাজন চোর প্রথমে ভুয়া অভিযোগকারী সেজে থানায় আসে। সে পুলিশের সঙ্গে কথা বলে এবং চারপাশ পর্যবেক্ষণ করতে থাকে। একসময় সুযোগ বুঝে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

খবরে বলা হয়, ভুক্তভোগী শাহিদ ইকবাল নামের ওই ব্যক্তি তার ১২৫ সিসি মোটরসাইকেল (নম্বর : KQT-6183) থানার গেটের সামনে পার্ক করে রেখে কর্তব্যরত পুলিশের সঙ্গে সাক্ষাৎ করতে ভেতরে যান। কিন্তু বাইরে এসে দেখেন, তার বাইকটি আর সেখানে নেই। বিষয়টি জানাজানি হতেই থানায় শুরু হয় তোলপাড়।

পুলিশ সূত্রে জানা গেছে, চুরির ঠিক আগে একজন অজ্ঞাত ব্যক্তি থানায় ঢুকে দায়িত্বপ্রাপ্ত অফিসারসহ অন্য পুলিশ সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেন এবং নিজেকে অভিযোগকারী হিসেবে পরিচয় দেন। তিনি বলেন, তার জাতীয় পরিচয়পত্র হারিয়েছে এবং সেই বিষয়ে অভিযোগ জানাতে এসেছেন।

পরে থানার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ওই ব্যক্তি ভেতরে গিয়ে পুরো পরিবেশ পর্যবেক্ষণ করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই বাইরে গিয়ে মোটরসাইকেল চুরি করে চম্পট দেয়। পুলিশ এখন ওই ব্যক্তির পরিচয় ও অবস্থান শনাক্তে তদন্ত শুরু করেছে।

এই ঘটনা করাচিতে চলমান স্ট্রিট ক্রাইম বা সড়ক অপরাধের ভয়াবহ চিত্র তুলে ধরে। সিটিজেনস-পুলিশ লিয়াজোঁ কমিটির (সিপিএলসি) তথ্য অনুযায়ী, শুধু ২০২৪ সালের ফেব্রুয়ারিতেই করাচিতে ৩,৭৭৩টি মোটরসাইকেল ও ১৯৫টি গাড়ি ছিনতাই বা চুরি হয়েছে।

শহরে ক্রমশ অপরাধ বৃদ্ধিতে জনমনে উদ্বেগ বাড়ছে। পুলিশ স্টেশন থেকে মোটরসাইকেল চুরির ঘটনাটি প্রকাশ হতেই অনেকে বলছেন থানার গেটও এখন আর নিরাপদ নয়।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।