সিলেটের ফেঞ্চুগঞ্জে চলন্ত নৌকায় বজ্রপাতে জিলাল মিয়া (৩৮) নামে এক মাঝির মৃত্যু হয়েছে। সোমবার (২২ এপ্রিল) ১০টার দিকে ফেঞ্চুগঞ্জ বাজারের কুশিয়ারা নদীতে এ ঘটনা ঘটে।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান।
নিহত জিলাল মিয়া উপজেলার ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের বাঘমারা (পশ্চিম) গ্রামের মাছিম মিয়ার ছেলে। তিনি ২ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জিলাল মিয়া ইঞ্জিন নৌকা চালাতেন। সকাল সাড় ৮টার দিকে উজান গঙ্গাপুর ঘাট থেকে যাত্রীসহ নৌকা নিয়ে ফেঞ্চুগঞ্জ বাজারে আসছিলেন তিনি। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে প্রাণ হারান জিলাল মিয়া। যদিও নৌকায় থাকা অন্য যাত্রীরা অক্ষত ছিলেন। পরে মাঝিকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, ‘প্রতিদিনের মতো জিলাল মিয়া নদীতে নৌকা চালাতে বের হন। সোমবার সকালে বের হলে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’