কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ দুর্ধর্ষ ছিনতাইকারী রাকিব উল্লাহ হৃদয়কে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।
বুধবার (২৩ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে তাকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে কবরস্থান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ছিনতাইকারী রাকিব উল্লাহ হৃদয় কুলিয়ারচর উপজেলার ফরিদপুর গ্রামের অলিউল্লাহ মিয়ার ছেলে।
রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভৈরবের চিহ্নিত ছিনতাই স্পট কবরস্থান রোড এলাকা। ইতোমধ্যে এ রোডে অহরহ ছিনতাইয়ের ঘটনা ঘটছে। যাত্রী ও জনসাধারণের একাধিক অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রেলওয়ে থানা পুলিশ কবরস্থান রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। মধ্যরাতে কবরস্থান রোড এলাকা থেকে রাকিবকে ধারালো অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।
রেলওয়ে থানার ওসি সাইদ আহমেদ কালবেলাকে বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে কবরস্থান এলাকায় ছিনতাই ও দস্যুতা করার প্রস্তুতিকালে অত্যাধুনিক চাকুসহ রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইসহ বিভিন্ন অপরাধের কথা স্বীকার করেছে সে।