সারাদেশ

মুরাদনগরে শ্রমিক নেতার মুক্তিতে আনন্দ মিছিল

মুরাদনগরে শ্রমিক নেতার মুক্তিতে আনন্দ মিছিল


কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও কোম্পানীগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক হাজী ইদ্রিস জামিনে মুক্তি পেয়েছেন। এতে আনন্দ মিছিল করেছে মুরাদনগর উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনসহ মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের নগরপাড় মোড় থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। পরে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়ক ও মুরাদনগর-কোম্পনীগঞ্জ সড়ক প্রদক্ষিণ শেষে পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সদ্য কারামুক্ত বিএনপি নেতা ইদ্রিস মিয়া, শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব ভিপি সেলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল কবির, যুগ্ম-আহ্বায়ক বিজয় নেছার, ইয়াসির আরাফাত, শ্রমিক নেতা জাকির হোসেন, বাস মালিক ঐক্য পরিষদের সদস্য ওয়াসিম, বিএনপি নেতা আনোয়ার খান, সাজ্জাদ হোসেন, পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য সফিকুল ইসলাম।

সমাবেশ কারামুক্ত ইদ্রিস মিয়া বলেন, পুলিশ ও সমন্বয়কদের দায়ের করা মিথ্যা মামলায় গত ১২ এপ্রিল ডিবি পুলিশ আমাকে আটক করে। ১০ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছি।

মামলার বিষয়ে তিনি বলেন, যে মামলাগুলো দিয়েছে এ মামলায় তদন্তে যদি আমার কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে বিএনপি থেকে আমাকে আজীবনের জন্য বহিষ্কার করবেন। আর যদি সম্পৃক্ততা না থাকে তাহলে যারা এ মিথ্যা মামলা ও হয়রানি করেছে তাদের বিচার করতে হবে।

এ সময় বক্তারা বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতন হওয়ার পরে সারা দেশে থানাগুলোতে হামলা হলেও মুরাদনগরে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্দেশে বিএনপি নেতাকর্মীরা থানা পাহারা দিয়েছেন। পুলিশ সদস্যদের রক্ষা করেছে। তাদের খাবারের যোগান দেওয়া হয়েছে। আজকে সেই পুলিশ থানা রক্ষা করা বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করেছে। মিথ্যা মামলা দিয়েছে। শিগগিরই এ প্রহসনের মামলা প্রত্যাহার দাবি করছি।

এ সময় বিএনপি নেতা জাকির হোসেন, সফিকুল ইসলাম, ওমর উল্লাহ ওমর, কাজী শাহ এনায়েত, কামাল হোসেন, শ্রমিক নেতা বাবুল, জসিমসহ উপজেলা বিএনপি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গত ১২ এপ্রিল উপজেলার কোম্পানীগঞ্জ সিএনজি স্টেশনে সিরিয়াল নিয়ে সৃষ্ট ঘটনার জের ধরে সমন্বয়ক ও পুলিশের দায়ের করা মামলায় ইদ্রিস মিয়াকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। বিএনপি ও পরিবহন শ্রমিক নেতাকে গ্রেপ্তারের খবরে কোম্পানীগঞ্জ থেকে সব প্রকার বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিক নেতারা।

পরে মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান বিএনপি নেতা ইদ্রিস।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।