পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে ভারত। গতকাল বুধবার (২৩ এপ্রিল) দেশটির বিরুদ্ধে ৫টি বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত। এরপর আজ আবার আরও কঠোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর, ভারত পাকিস্তানিদের বিরুদ্ধে পদক্ষেপ আরও জোরদার করেছে। বুধবার ঘোষণা করা ৫টি পদক্ষেপের পর, বৃহস্পতিবার ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের সমস্ত ভিসা বাতিল এবং পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সেবা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, রোববার (২৭ এপ্রিল) থেকে পাকিস্তানি নাগরিকদের যে কোনো বৈধ ভিসা বাতিল বলে গণ্য হবে। এর মধ্যে চিকিৎসা ভিসাও অন্তর্ভুক্ত, যা শুধু ২৯ এপ্রিল পর্যন্ত বৈধ থাকবে। পরবর্তী সময়ে, পাকিস্তানের যেসব নাগরিক বর্তমানে ভারতে অবস্থান করছেন, তাদেরকে তাদের ভিসা মেয়াদ শেষ হওয়ার আগেই ভারত ত্যাগ করতে হবে।
এছাড়া, পাকিস্তানি নাগরিকদের জন্য সমস্ত ভিসা সেবা স্থগিত করা হয়েছে। ফলে পাকিস্তানের নাগরিকদের আর ভারত যাওয়ার কোনো সুযোগ থাকবে না।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভারতীয় নাগরিকদের পাকিস্তানে ভ্রমণ থেকে বিরত থাকতে দৃঢ়ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। বর্তমানে পাকিস্তানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত ভারতে ফিরে আসার পরামর্শ দেওয়া হচ্ছে।