সারাদেশ

চাটখিল উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদ রানা

চাটখিল উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদ রানা


বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চাটখিল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মির্জাপুর কৃষক সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি সাবেক ছাত্রনেতা মো. মাসুদ রানা।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে সমিতির বিশেষ সাধারণ সভা শেষে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নুর মোহাম্মদ। এসময় তিনি আরও তিন জনের নাম ঘোষণা করেন।

অন্যরা হলেন, ছয়ানী টবগা কৃষক সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি মোজাম্মেল হোসেন ভূঁইয়া এবং উত্তর রেজ্জাকপুর কৃষক সমবায় সমিতির প্রতিনিধি মো. হোসেন তানভীর ও পশ্চিম নোয়াখলা বিত্তহীন সমবায় সমিতির প্রতিনিধি মো. ফরহাদ মোজহারকে সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী তিন বছর নবনির্বাচিত কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।

এদিকে সাবেক এই ছাত্র নেতা বিআরডিবি’র চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সংবাদে তাকে চাটখিল উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নেতাকর্মীরা তাৎক্ষণিক ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মাসুদ রানাকে শুভেচ্ছা জানান।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।