সারাদেশ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত  | কালবেলা

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত  | কালবেলা


টাঙ্গাইলের দেলদুয়ারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাইফুল আলম নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার ডুবাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল আলম টাঙ্গাইল পৌর এলাকার সাকরাইলের মৃত সাব্বির আহমেদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে সাইফুল আলমসহ দুজন এক জেলেকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় মির্জাপুরের একটি হ্যাচারিতে মাছের রেণু কিনতে যাচ্ছিলেন। পথে মহাসড়কের ডুবাইল এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে তাদের অটোরিকশার গতিরোধ করে। পরে পিস্তলসহ দেশীয় অস্ত্র ঠেকিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সাইফুল আলম তাদের বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়।তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দেলদুয়ার থানার ওসি সোয়েব খান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই শফিউল আজম অজ্ঞাতপরিচয় আসামি করে থানায় মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ কাজ করছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।