রাজনীতি

সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই : অপর্ণা রায় 

সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই : অপর্ণা রায় 


বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সহসম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় বলেছেন, সন্ত্রাসীদের কোনো জাত, ধর্ম, রাজনৈতিক পরিচয় নেই। তারা শুধুই সন্ত্রাসী। সমাজ থেকে তাদের বিতাড়িত না করলে এই সমাজ কলুষিত হতেই থাকবে।

শনিবার (৩১ মে) ক্ষতিগ্রস্ত যশোরের অভয়নগরে গিয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ দিন যশোরের অভয়নগরে মসিয়াহাটিতে কৃষক দল নেতা তরিকুল ইসলামের হত্যাকাণ্ডের জের ধরে হিন্দু সম্প্রদায়ের নিরীহ গ্রামবাসীর পুড়িয়ে দেওয়া ঘরবাড়ি ও লুটপাটের স্থান পরিদর্শন করেন অপণা রায়। এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে অপর্ণা রায়ের সাথে পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার বোস, সহসভাপতি সুরঞ্জন ঘোষ, সহসভাপতি গৌতম মিত্র, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক জয়দেব রায়, সহসাংগঠনিক সম্পাদক অনিক সাহা তন্ময়, অজয় কর, অশোক কুন্ডু, নিত্যানন্দ মণ্ডল, কার্তিক দাস, শান্তনু ঘোষ, সুবাস প্রমুখ উপস্থিত ছিলেন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।