রাজনীতি

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা গণতন্ত্রী পার্টির

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা গণতন্ত্রী পার্টির


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ্ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।

শুক্রবার (৬ জুন) বিকেলে এক যৌথ বিবৃতিতে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।

বিবৃতিতে তারা বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের সামনে সমাগত। ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত করে। মহান আল্লাহর উদ্দেশ্যে সবকিছু ত্যাগ করে দেওয়ার চেতনা আমাদেরকে মনে জাগ্রত করে। সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কোরবানি আমাদেরকে অনুপ্রেরণা দেয়। শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত দেশবাসীকে আন্দোলন চালিয়ে যেতে হবে বলেও জানান নেতারা।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।