বিনোদন

‘মরি নাই রে ভাই!’ মাহি নিজেই দিলেন জীবিত থাকার খবর

‘মরি নাই রে ভাই!’ মাহি নিজেই দিলেন জীবিত থাকার খবর


তারকাদের নিয়ে গুজব নতুন কিছু নয়। কখনো বিয়ে, কখনো প্রেম, কখনো বা মৃত্যুর মিথ্যে খবর ছড়িয়েই চলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার সে গুজবের শিকার হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।

সম্প্রতি কিছু ভুয়া ফেসবুক গ্রুপ ও পেজে ‘বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার’ শিরোনামে একটি বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে পড়ে। এতে তার ভক্তদের মধ্যে দুঃশ্চিন্তা ও বিভ্রান্তি তৈরি হয়।

বিষয়টি নজরে আসতেই মাহি নিজেই ফেসবুকে স্পষ্ট ভাষায় জানান, তিনি সুস্থ ও জীবিত আছেন। সোমবার (৩০ জুন) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লেখেন, ‘আমি আছি, মরি নাই রে ভাই।’

এই সরস অথচ কটাক্ষপূর্ণ বার্তার মাধ্যমে গুজব রটনাকারীদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পাশাপাশি নিজের অবস্থান পরিষ্কার করে জানান, এমন খবর পুরোপুরি মিথ্যা এবং উদ্দেশ্যমূলক।

মাহির এই পোস্টে ভক্ত-অনুরাগীদের স্বস্তির নিঃশ্বাস। একজন কমেন্টে লেখেন, ‘টেনশনে ছিলাম। যাক, আপনি ভালো আছেন জানতে পেরে চিন্তামুক্ত হলাম।’ আরেকজন লিখেছেন, ‘এসব মিথ্যা খবর যারা রটায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার।’

এর আগেও বেশ কয়েকজন তারকার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়েছে। মাত্র দেড় মাস আগেই অভিনেত্রী পরীমণিকে নিয়েও অনুরূপ গুজব ছড়ায়। পরে ফেসবুক লাইভে এসে পরীমণি বিষয়টির প্রতিবাদ জানান এবং গুজবকারীদের তীব্র ভাষায় নিন্দা করেন।

প্রসঙ্গত, মাহিয়া মাহি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত ৫ আগস্টের পর থেকে অনেকটা লোকচক্ষুর আড়ালেই রয়েছেন তিনি। ফলে গুজব আরও জোরালো হয়।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।