বিনোদন

যে কারণে করণ জোহরকে কেউ পুরুষ মনে করত না

যে কারণে করণ জোহরকে কেউ পুরুষ মনে করত না


বলিউডের চমকপ্রদ নির্মাতা করণ জোহর এবার ক্যামেরার পেছন থেকে বেরিয়ে নিজেকে ভাঙলেন ভেতর থেকে। ‘ধড়ক ২’-এর মুক্তির আগে জয় শেঠির সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে করণ ফিরলেন শৈশবে। সেই সময়ের স্মৃতিচারণ করলেন, যা তাকে আঘাত করেছিল গভীরভাবে। করণ বলেন, ‘আমি শুধু খেলতে চেয়েছিলাম, কিন্তু কেউ নেয়নি আমাকে। কারণ আমি ছেলে নই, এটাই তাদের যুক্তি।’

সমাজের তথাকথিত লিঙ্গবিন্যাসের গণ্ডির বিরুদ্ধে এই অকপট স্বীকারোক্তি যেন করণ জোহরের জীবনের আরও এক অজানা অধ্যায় উন্মোচন করল।

সাক্ষাৎকারে করণ বলেন, ‘আমি আমার বয়সের ছেলে এবং বাচ্চাদের থেকে নিজেকে খুব আলাদা বোধ করতাম। আমাকে বলা হয়েছিল, আমি একটু বেশিই মেয়েলি। মেয়েদের মতো করে হাঁটতাম, দৌড়াতাম এবং ভিন্নভাবে কথা বলতাম। আমার জীবনের পছন্দ, আমার শখ সবই আলাদা ছিল।’

একাকীত্ব, বঞ্চনা আর প্রশ্নবিদ্ধ শৈশব নিয়ে বলতে বলতে এই প্রযোজক আরও বলেন, ‘আমরা একটা অ্যাপার্টমেন্টে থাকতাম। সে সময় ওই অ্যাপার্টমেন্টের সব বাচ্চারা সন্ধ্যায় নিচে এসে খেলত। আমি শুধু ওই ছেলেদের সঙ্গে থাকতে চাইতাম। আমি ফুটবল দলের অংশ হতে চেয়েছিলাম। আমি ক্রিকেট খেলতে চেয়েছিলাম। কিন্তু কেউ আমাকে দলে নেয়নি কারণ আমি খেলাধুলায় ভালো ছিলাম না। আমি অতটা স্পোর্টি ছিলাম না। আমি ছেলে বা পুরুষ ছিলাম না।’





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।