সারাদেশ

পদ্মায় তীব্র স্রোত, দৌলতদিয়ায় গাড়ির লম্বা সারি

পদ্মায় তীব্র স্রোত, দৌলতদিয়ায় গাড়ির লম্বা সারি


পানি বৃদ্ধি এবং পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে দৌলতদিয়া প্রান্ত এলাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানবাহনের সারি।

শনিবার (২৬ জুলাই) সকালে সরেজমিন ঘুরে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এ কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীসহ চালকরা।

ফেরিঘাট কর্তৃপক্ষ জানিয়েছেন, পদ্মায় পানি বাড়ায় আগের চেয়ে বর্তমানে নদী পার হতে ফেরিগুলোর বেশি সময় লাগছে। নদীতে পানি বাড়ার ফলে ফেরিতে নদী পার হতে আগের চেয়ে দ্বিগুণ সময় লাগছে যানবাহনের চালক ও যাত্রীদের এবং ফেরিগুলোকে অনেক দূর ঘুরে আসতে হচ্ছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক নুর আহমেদ ভূঁইয়া কালবেলাকে বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোটবড় মিলে মোট ১০টি ফেরি চলাচল করছে। ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এই ফেরিগুলো দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।