বিনোদন

যেতে হবে বহুদূর

যেতে হবে বহুদূর



বাংলাদেশের নাট্যাঙ্গনের এ প্রজন্মের সম্ভাবনাময় ও দর্শকপ্রিয় অভিনেত্রীদের একজন ফারিন খান। অনিন্দ্যসুন্দর অভিনয়শৈলীর মাধ্যমে তিনি অল্প সময়েই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। কাজ করেছেন বেশ কিছু প্রশংসিত ও জনপ্রিয় নাটকে। গল্পনির্ভর নাটককে গুরুত্ব দিয়ে প্রতিনিয়ত নিজেকে নতুন নতুন চরিত্রে উপস্থাপন করছেন এ অভিনেত্রী। মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে ফারিন বলেন, ‘অভিনয় অঙ্গনের সবচেয়ে ছোট্ট মানুষটি আমি। এখনো মনে করি, আমার হাতেখড়ি চলছে মাত্র। নিজের অভিনয়ে এখনো সন্তুষ্ট নই। অনেক দূর যেতে হবে—এটাই আমার ভাবনা। দর্শকের ভালোবাসাই আমার প্রেরণা। আমি চাই আরও ভালো গল্পের নাটকে, এমনকি সিনেমাতেও কাজ করতে।’ এরই মধ্যে তাকে দেখা গেছে ‘প্রিয় ঠিকানা’, ‘মনের মাঝে তুমি’, ‘লাভ বাজ’, ‘প্রথম প্রেমের গল্প’, ‘সুইচ’-এর মতো নাটকে। সহশিল্পী হিসেবে পেয়েছেন তৌসিফ মাহবুব, সোহেল মণ্ডল, শাশ্বত, পার্থ ও ফারহানকে। প্রতিটি চরিত্রে নিজেকে সার্থকভাবে মেলে ধরেছেন তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে ফারিন জানান, তিনি চ্যালেঞ্জিং ও গভীরতাসম্পন্ন চরিত্রে অভিনয় করতে চান। গল্পনির্ভর, মানসম্পন্ন নাটকে নিজেকে তুলে ধরার পাশাপাশি বড় পর্দায়ও কাজ করার প্রত্যাশা রাখেন এ অভিনেত্রী।



Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।