রাজনীতি

সমুদ্রসৈকতে দাঁড়িয়ে লাইভে সারজিসের বার্তা

সমুদ্রসৈকতে দাঁড়িয়ে লাইভে সারজিসের বার্তা



আলোচনা-সমালোচনার মধ্যেই কক্সবাজারে সমুদ্রসৈকতে দাঁড়িয়ে লাইভে এসে জরুরি বার্তা দিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি সমুদ্রের ব্লু ইকোনমি এবং জীববৈচিত্র রক্ষা নিয়ে কীভাবে কাজ করা যায়, এ নিয়ে কথা বলেন।

বুধবার (৬ আগস্ট) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে লাইভে এসে সারজিস আলম এসব কথা বলেন।

দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সারজিস বলেন, ‘এনসিপির পক্ষ থেকে বাংলাদেশের মানুষের সামনে ২৪ দফার ইশতেহার দেওয়া হয়েছে। এই ২৪ দফার মধ্যে ২১ নম্বরে বলা হয়েছে জলবায়ু সহিষ্ণুতা এবং নদী ও সমুদ্র রক্ষার কথা।

তিনি বলেন, বাংলাদেশের এখন যে সমুদ্রসীমা আছে, তা আমাদের ল্যান্ডের প্রায় সমান। আমাদের অপার এক সম্ভাবনার জায়গা হচ্ছে এই সমুদ্র। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে এই ব্লু বিষয়টিকে কীভাবে ব্লু ইকোনমিতে পরিণত করতে পারি, আমরা কীভাবে জীববৈচিত্র্য রক্ষা করতে পারি, সমুদ্রতীরবর্তী যেসব মানুষ রয়েছে, তাদের সাসটেইনেবল (টেকসই) জীবন ধারণ নিশ্চিত করতে পারি, কিংবা গ্লোবাল ওয়ার্মিং (বিশ্ব উষ্ণায়ন) বৃদ্ধি পাচ্ছে, পৃথিবীর তাপমাত্র বৃদ্ধি পাচ্ছে। এসব কারণে সমুদ্রতীরবর্তী বিশাল জনগোষ্ঠীর ভূমি-বসতবাড়ি অদূর ভবিষ্যতে সমুদ্রগর্ভে চলে যেতে পারে।

বিস্তারিত আসছে…



Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।