ব্যবসা

দেশে বর্তমান রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক

দেশে বর্তমান রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক


দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। বর্তমানে ৩০২৪৮ দশমিক ১১ মিলিয়ন বা ৩০ দশমিক ২৪ বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (১০ আগস্ট) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, রোববার পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩০২৪৮ দশমিক ১১ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৫২৩২ দশমিক ৩৩ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত ৬ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩০০৭৭ দশমিক ৬৫ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৫০৫৭ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।