সারাদেশ

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে


নোয়াখালীর কবিরহাটে নিখোঁজের একদিন পর মো. ফারুক (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের মন্টু মিয়ার প্রজেক্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফারুক একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. খোকনের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ফারুক মানসিক সমস্যাগ্রস্থ ছিল। একাধিকবার পরিবারের লোকজন তাকে চিকিৎসা করান। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখাঁজ ছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নবগ্রামের মন্টু মিয়ার প্রজেক্টের পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে ময়নাতদন্তের জন্য তা ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ নিয়ে প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।