বিশ্ব

ইসরায়েলের হামলায় লেবাননে নিহত ৮  

ইসরায়েলের হামলায় লেবাননে নিহত ৮  


দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে। ফলে দুই দিনে অন্তত আটজন নিহত হয়েছেন। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়, লেবাননের টাইরে এলাকায় একটি ড্রোন হামলায় একটি আবাসিক এলাকায় এক পুরুষ ও এক নারী নিহত হন এবং আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েল দাবি করছে, তারা হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে বাস্তবে হামলাটি বেসামরিক এলাকাগুলোর ওপর আঘাত হেনেছে, যার মধ্যে একটি জিমনেশিয়ামও রয়েছে।

নভেম্বরে যুদ্ধবিরতির পর এটি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সবচেয়ে বড় সামরিক উত্তেজনা।

গত শনিবার লেবাননের উত্তরাঞ্চল থেকে তিনটি রকেট ছোড়া হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দক্ষিণ লেবাননে নতুন করে বিমান হামলার নির্দেশ দেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, লেবাননের চলমান উত্তেজনা নিয়ে তিনি ‘উদ্বিগ্ন’। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন এবং বলছেন, ‘এই যুদ্ধবিরতি চুক্তি যেন স্থায়ী শান্তির পথে এগিয়ে যায়, তা নিশ্চিত করতে হবে।’





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।