সারাদেশ

শ্বাসনালিতে নুডলস আটকে প্রাণ গেল সাত মাস বয়সী জান্নাতের

শ্বাসনালিতে নুডলস আটকে প্রাণ গেল সাত মাস বয়সী জান্নাতের


চট্টগ্রামের সাতকানিয়ায় নুডলস শ্বাসনালিতে আটকে নিঃশ্বাস বন্ধ হয়ে প্রাণ গেছে সাত মাস বয়সী শিশু ফাতেমা জান্নাতের। বুধবার (০৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ডিলার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই এলাকার জাহেদুল ইসলামের মেয়ে।

জানা গেছে, পাঁচ মাস বয়স থেকেই মসলাবিহীন সেদ্ধ নুডলস খাওয়ানো হতো জান্নাতকে। শিশুটিকে একটি নুডলস পানিতে গলিয়ে খাওয়ানো হতো। তার মধ্যে হয়তো কিছুটা পানির সাথে মিশেনি। খাওয়ানোর সময় হয়তো শিশুটির শ্বাসনালিতে আটকে যায়। এতেই দম বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহত ফাতেমাকে দাফন করা হয়েছে।

সোনাকানিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আহমদ কবির (ভেট্টা) স্থানীয়দের বরাত দিয়ে বলেন, বৃহস্পতিবার সকালে জানতে পেরেছি নুডলস শিশুটির শ্বাসনালিতে আটকে যাওয়ায় দম বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, এমন কোনো শিশুকে আমাদের হাসপাতালে আনা হয়নি। তবে সকালে আমি বেশ কয়েকজন সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। কিন্তু ঘটনাটি নিশ্চিত হতে পারিনি।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।