রাজনীতি

নির্বাচনী জোয়ারে আ.লীগের ষড়যন্ত্র ভেসে যাবে : গয়েশ্বর রায়

নির্বাচনী জোয়ারে আ.লীগের ষড়যন্ত্র ভেসে যাবে : গয়েশ্বর রায়


আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন বানচালে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘মানুষ হাওয়ার ওপর ভোট দেবে না, মানুষ মার্কা দেখে ভোট দেবে। যদি নির্বাচনের জোয়ার ওঠে, সেই জোয়ারে ভেসে যাবে আওয়ামী লীগের সব ষড়যন্ত্র।’

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা (দক্ষিণ) বিএনপির উদ্যোগে এই সভা হয়।

গয়েশ্বর রায় বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাস বিকৃত করেছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণাকে অস্বীকার করার দুঃসাহস দেখিয়েছে। জিয়াউর রহমান কারও পক্ষ হয়ে নয়, নিজের অধিকার ও দায়িত্ববোধ থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগ সেই ঘোষণাকে বিকৃত করে আজও দেশের মানুষকে প্রতারিত করছে। আওয়ামী লীগকে মানুষের সামনে মুক্তিযুদ্ধের একচ্ছত্র মালিক সাজার অধিকার কেউ দেয়নি।’

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিনা রহমান বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট এরশাদকে পরাজিত করেছিলেন, গণতন্ত্রের জন্য আজও তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন। মিথ্যা মামলায় খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তারেক রহমান দলকে ঐক্যবদ্ধ ও সুসংহত করেছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থান সেই লড়াইয়ের সফল প্রমাণ।’

সভাপতির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা (দক্ষিণ) শাখার সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হয়নি। এ জন্য একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সেই নির্বাচনে জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সুতরাং কোনো ষড়যন্ত্রে কাজ হবে না।’

সভা পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।