যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বেশ তিক্ত। কিন্তু খোদ যুক্তরাষ্ট্রেই সমর্থক রয়েছে রাশিয়ার। আর সেই সমর্থক যেনতেন কেউ নন। তিনি হলেন হলিউডের অ্যাকশন স্টার স্টিভেন সিগ্যাল। শুক্রবার তাকে দেখা গেল মনোযোগ দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্য শুনতে।
এদিন পুতিন ইস্টার্ন ইকোনমিক ফোরাম-ইইএফের এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। এই সম্মেলন রাশিয়ার ভ্লাদিভোস্তকে অনুষ্ঠিত হচ্ছে। ৭৩ বছর বয়সী সিগ্যাল বর্তমানে রাশিয়ায় বাস করেন। ২০১৬ সালে তিনি রুশ নাগরিকত্ব গ্রহণ করেন। এমনকি ২০১৮ সালে রাশিয়া-যুক্তরাষ্ট্র কালচারাল লিংকসের বিশেষ প্রতিনিধি হিসেবেও তাকে নিয়োগ দেওয়া হয়।
গেল ৩ সেপ্টেম্বর শুরু হওয়া এই সম্মেলন চলবে শনিবার পর্যন্ত। এই সম্মেলনে গোলটেবিল বৈঠক, বিতর্কসহ নানা আয়োজনের ব্যবস্থা রয়েছে। ২০১৫ সাল থেকে নিয়মিত এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে রাশিয়া এবং বিশ্ব বিনিয়োগ কমিউনিটির মধ্যে সম্পর্ক জোরদার করা।
ধারণা করা হচ্ছে, ৭০টি দেশের সাড়ে ৪ হাজারের বেশি অংশগ্রহণকারী ও গণমাধ্যম প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছে।