দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন ফের অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী জানান, ‘আজকের মধ্যে যে কোনো সময় ফরিদা পারভীনকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে। তবে তার শারীরিক অবস্থা এখনো জটিল। কিডনি জটিলতার পাশাপাশি শ্বাসকষ্টসহ একাধিক সমস্যা রয়েছে। আমরা প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা দিচ্ছি এবং তার সুস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।’
প্রতিনিয়ত সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করাতে হয় ফরিদা পারভীনের। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে গত ২ সেপ্টেম্বর তাকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি।
ফরিদা পারভীনের ছেলে ইমাম নিমেরি উপল জানান, ‘আম্মাকে ডায়ালাইসিসের জন্য হাসপাতালে নিয়ে এসেছিলাম। এরপর হঠাৎ শরীর খারাপ হয়ে গেলে আইসিইউতে ভর্তি করাতে হয়।’
এর আগে তার স্বামী, যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম জানিয়েছিলেন, ‘সার্বিকভাবে তার অবস্থা ভালো নয়। গত কয়েক মাসে চারবার আইসিইউতে ভর্তি করাতে হয়েছে। ফুসফুস ও কিডনিজনিত জটিলতায় ভুগছেন তিনি। শরীর প্রচণ্ড দুর্বল, হাঁটাচলা করতেও পারেন না। সবাই তার জন্য দোয়া করবেন।’
দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছেন ফরিদা পারভীন। ফুসফুসের সমস্যা ছাড়াও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও থাইরয়েড জটিলতা রয়েছে তার। সম্প্রতি বমি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তার শারীরিক অবস্থা আরও জটিল আকার ধারণ করেছে।