খেলাধুলা

এশিয়া কাপে বাংলাদেশ দলের লক্ষ্যের কথা জানালেন তাসকিন

এশিয়া কাপে বাংলাদেশ দলের লক্ষ্যের কথা জানালেন তাসকিন


এশিয়া কাপের আগে আত্মবিশ্বাসে ভরপুর তাসকিন আহমেদ। সাম্প্রতিক টি-টোয়েন্টি সাফল্য আর ব্যক্তিগত ফর্মে ভর করে জাতীয় দলের এই পেসার জানালেন, লড়াইটা শুধু অংশগ্রহণের জন্য নয়—লক্ষ্য একটাই, ট্রফি জয়।

শুক্রবার এক অনুষ্ঠানে তাসকিন স্পষ্ট করে বলেন, ‘আমার প্রত্যাশা, দলের প্রত্যাশা—সবারই লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। শুধু খেলতে যাচ্ছি না, জিততেই যাচ্ছি।’

শেষ তিনটি টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জয় পেয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান আর নেদারল্যান্ডসের বিপক্ষে। এই জয়গাথা যেন বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে পুরো দলকে। তাসকিনও মানছেন, ‘সর্বশেষ তিনটা সিরিজ আল্লাহর রহমতে আমরা জিতেছি। এবারও সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য।’

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা তার জন্য খুব একটা ভালো না গেলেও পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ছন্দে ফিরেছেন তিনি। দুই ম্যাচে ছয়টি উইকেট তুলে নেন। নেদারল্যান্ডসের বিপক্ষেও ছিলেন সমান ধারাল—প্রথম ম্যাচে চারটি, দ্বিতীয় ম্যাচে দুটি উইকেট। ফলে দুই ম্যাচেই তার ঝুলিতে মোট ছয় শিকার।

দেশবাসীর ভালোবাসা আর শ্রদ্ধা নিয়েও আবেগপ্রবণ তাসকিন বললেন, ‘প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে এই অবস্থানে এনেছেন। মানুষ আমাকে এত ভালোবাসে, শ্রদ্ধা করে—এটা ভেবে নিজেকে সত্যিই ভাগ্যবান মনে হয়।’





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।