সারাদেশ

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে : অভি

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে : অভি


অন্তর্বতী সরকারের ঘোষিত নির্বাচনী রোডম্যাপের বিরুদ্ধে যদি কেও কোনো ধরনের ষড়যন্ত্র করে তবে, বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ দেশের ১৮ কোটি মানুষের মাধ্যমে আন্দোলন গড়ে তুলে নির্ধারিত সময়ে নির্বাচন আদায় করা হবে।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে ধামরাই উপজেলার যাত্রাবাড়ী মাঠে ধামরাই থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন। আমরাও বিশ্বাস করি সঠিক সময়ে নির্বাচন দিবেন। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র আছে। আর সেই ষড়যন্ত্রের পেছনে ‘অদৃশ্য শক্তি’ রয়েছে। জনগণের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র চলছে। ভোট ও গণতন্ত্রবিরোধী শক্তিকে উচিত জবাব দেওয়ার জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

অভি বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছেন যদি সে তারিখে নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে আব্দুল হামিদ খান ভাষানীর কাগমারী সম্মেলনের মতো আমরাও বর্তমান সরকারকে সালাম দিয়ে বিদায় জানাবো।

ধামরাই উপজেলার বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, মহিলা দল, কৃষকদল ছাত্রদলসহ বিএনপির অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের ঢলে সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। এসময় বিভিন্ন এলাকা থেকে সমাবেশে আসা নেতারা বাদ্যযন্ত্র বাজিয়ে উল্লাস করেন।

ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, ঢাকা জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুল ইসিলাম, ধামরাই থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিন, ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাইখুল ইসলাম।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।