পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদি তার খেলোয়াড়ি বিরাট কোহলি থেকে শুরু করে অনেক তারকা ব্যাটারের মুখোমুখি হয়েছেন। তার মধ্যে কাকে বল করা কঠিন ছিল সেই প্রশ্নের উত্তর দিলেন তিনি। পাক পেসার এমন এক ক্রিকেটারের নাম বলেছেন যার বিপক্ষে খুবে বেশি ম্যাচও খেলেননি তিনি।
‘ব্রিকস টু রিচেস’ পডকাস্টে বিপিএল খেলা আফ্রিদি জানান, আন্তর্জাতিক ক্যারিয়ারে তার মোকাবিলা করা সবচেয়ে কঠিন ব্যাটার দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলির চেয়েও প্রোটিয়া কিংবদন্তিকে কঠিন মনে করেন তিনি।
শাহীন শাহ আফ্রিদি বলেন, ‘হাশিম আমলা। আমি তার বিপক্ষে টেস্ট এবং ওডিআই খেলেছি। তিনি সত্যিই কঠিন প্রতিদ্বন্দ্বী। আমি ভাইটালিটি ব্লাস্টেও তার বিপক্ষে খেলেছি। তিনি যা করেন, তা দক্ষতার সঙ্গে করেন।’ আমলা কি কোহলির চেয়েও কঠিন? এমন প্রশ্নের জবাবে আফ্রিদি বলেন, ‘বিরাট কোহলি ভিন্ন ধরনের খেলোয়াড়। কিন্তু হাশিম ভাই, তিনি সবচেয়ে কঠিন। একেবারে ‘সর্বাপেক্ষা কঠিন’।’
২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা আমলা ২০১৯ সালে ক্রিকেটকে বিদায় জানান। সব ফরম্যাট মিলিয়ে তিনি ১৮,৬৭২ রান সংগ্রহ করেছেন। ব্যাট হাতে করেছেন ৫৫টি সেঞ্চুরি এবং ৮০টি হাফ-সেঞ্চুরি।
উল্লেখ্য, শাহীন আফ্রিদি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) হল অফ ফেমার আমলার বিপক্ষে দুইটি টেস্ট এবং ছয়টি ওয়ানডে খেলেছেন। এই খেলার মধ্যে তিনি কেবল দুটি ওয়ানডেতে আমলাকে আউট করতে সক্ষম হয়েছেন, টেস্টে একবারও সফল হননি।