সারাদেশ

চাচার হামলায় জামায়াত নেতা নিহত

চাচার হামলায় জামায়াত নেতা নিহত


লক্ষ্মীপুরের রামগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচার শাবলের আঘাতে সানোয়ার হোসেন নামের এক ওয়ার্ড জামায়াতের সভাপতি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। নিহতের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের করাতী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সানোয়ার হোসেন (২৯) রামগঞ্জ উপজেলার ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি। আহতরা হলেন- সানোয়ারের মা হাসিনা বেগম (৫৫) ও ছোট ভাই আরিফ হোসেন (১৯)।

জানা গেছে, রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের করাতী বাড়ির কামাল হোসেনের সঙ্গে ভাতিজা সানোয়ার হোসেনের জমিসংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। শনিবার দুপুর ১২টার দিকে সানোয়ার হোসেন বাড়ির পুকুরপাড়ে যান। হঠাৎ চিৎকার শুনে ঘটনাস্থলে যান নিহতের স্ত্রী আরজিনা আক্তার তন্বী। গিয়ে দেখেন তার স্বামী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। আর চাচাশ্বশুর কামাল হোসেন, তার ছেলে রাকিব ও রাহাত মিলে সানোয়ারের মা হাসিনা বেগম ও ভাই আরিফ হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করে।

সানোয়ার হোসেনের মা আহত হাসিনা বেগম বলেন, কথায় কথায় আমার দেবর কামাল হোসেন ও তার সন্তানরা আমাদের পরিবারের উপর হামলা ও মারধর করে। আজ আমাদের সামনে প্রকাশ্যে শাবল দিয়ে আমার ছেলে সানোয়ারের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়।

রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী বলেন, জমিসংক্রান্ত বিষয়ে তাদের পারিবারিক দ্বন্দ্বে এমনটি ঘটেছে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা জানাই এবং মূল আসামি কামাল হোসেনকে দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।

রামগঞ্জ থানার ওসি মো. আবদুল বারী বলেন, জামায়াত নেতা নিহতের ঘটনায় রাকিব হোসেন (২৫) ও রাহাত হোসেন (২২) নামের দুজনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।