খেলাধুলা

দুর্ঘটনায় পড়ে অস্ত্রোপচারের টেবিলে পিএসজি কোচ

দুর্ঘটনায় পড়ে অস্ত্রোপচারের টেবিলে পিএসজি কোচ


ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ট্রেবলজয়ী কোচ লুইস এনরিকে পড়েছেন বড়সড় বিপদে। শুক্রবার এক সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্প্যানিশ এই কোচ। হাসপাতালে নেওয়ার পর তার কলারবোন ভাঙা ধরা পড়ে, যা মেরামতের জন্য অস্ত্রোপচার করতে হবে বলে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, ‘শুক্রবার সাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার পর লুইস এনরিকেকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। তার কলারবোন ভেঙে গেছে এবং এজন্য অস্ত্রোপচার করা হবে। ক্লাব তার দ্রুত আরোগ্য কামনা করছে।’

২০২৩ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই এনরিকে পিএসজিকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। প্রথম মৌসুমে লিগ ও কাপ জিতলেও গত মৌসুমেই লিখেছেন ইতিহাস—৫-০ ব্যবধানে ইন্টার মিলানকে হারিয়ে পিএসজিকে এনে দেন প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা। তাতেই থেমে থাকেননি; ট্রেবল জিতে ফরাসি ক্লাব ফুটবলে গড়েছেন নজির। আগস্টে টটেনহ্যামকে হারিয়ে জিতেছেন উয়েফা সুপার কাপও।

এদিকে চলতি মৌসুমে লিগ ওয়ানে ইতোমধ্যেই দুর্দান্ত সূচনা করেছে পিএসজি। বিরতিতে যাওয়ার আগে নঁত, আঁজে ও তুলুজকে হারিয়ে টানা তিন জয় নিশ্চিত করেছে এনরিকের দল। আন্তর্জাতিক বিরতি শেষে ১৪ সেপ্টেম্বর লেন্সের বিপক্ষে লিগ ম্যাচ খেলবে তারা। এরপরই শুরু চ্যাম্পিয়নস লিগের শিরোপা রক্ষার মিশন—১৭ সেপ্টেম্বর আটালান্টার বিপক্ষে ঘরের মাঠে নামবে তারা।

এখন প্রশ্ন একটাই—সেই লড়াইয়ে কি সাইডলাইনে থাকবেন এনরিকে? নাকি পুনর্বাসনের কারণে কিছুটা সময় নিতে হবে তাকে? উত্তর মিলবে শিগগিরই। তবে আপাতত ফুটবলবিশ্বের প্রার্থনা একটাই—লুইস এনরিকে দ্রুত মাঠে ফিরে আসুক।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।