রাজনীতি

জনগণকে সম্পৃক্ত করেই আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব: নীরব

জনগণকে সম্পৃক্ত করেই আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব: নীরব


জনগণকে সম্পৃক্ত করেই বিএনপি গণতান্ত্রিক বাংলাদেশ গড়বে বলে মন্তব্য করেছেন দলটির মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

শনিবার (০৬ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে এক মশক নিধন কর্মসূচিতে তিনি এ কথা জানান।

নীরব বলেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি। এই ৩১ দফা শুধু রাজনৈতিক দল নয়, সাধারণ মানুষের অধিকার রক্ষারও রূপরেখা। জনগণকে সম্পৃক্ত করেই আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব।

তিনি বলেন, দেশের মানুষ ১৭ বছর অধীর আগ্রহে একটি জাঁকজমকপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা করছে। এ দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন সম্পন্ন করতে হবে। তা না হলে দেশে সংকট আরো তীব্র হবে। তাই দলীয় নেতাকর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।

সাইফুল আলম নীরব বলেন, বিএনপির মধ্যে কোনো বিভেদ নেই। কিছু সুযোগসন্ধানী মানুষ নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সুসময়ে দলে অনুপ্রবেশ করে বিরোধ সৃষ্টি করে। তবে দিন শেষে তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা একত্রিত ও সুসংগঠিত।

বিএনপির এই নেতা আরও বলেন, জনগণের ভোট ও ভালোবাসাই বিএনপির শক্তির উৎস। তিনি জনগণের প্রতি আস্থা রেখে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ভিপি হানিফসহ হাতিরঝিল থানা বিএনপিসহ অন্যরা।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।