প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে রাজবাড়ীর এক তরুণীকে বিয়ে করেছেন চীনা নাগরিক ঝং কেজুন (৪৬)।
বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ নবদম্পতিকে একনজর দেখতে ভিড় করছেন রাজবাড়ী পৌরসভার বিনোদপুর গ্রামে।
জানা গেছে, এক বছর আগে চীনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া লিটল রেড বুক-এ পরিচয় হয় রাজবাড়ীর মোছা. রুমা খাতুনের (২১) সঙ্গে ঝং কেজুনের। ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে সম্প্রতি বাংলাদেশে আসেন ঝং কেজুন।
গত ২ সেপ্টেম্বর রাজবাড়ী নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরে ইসলামি শরিয়ত অনুযায়ী স্থানীয় মসজিদের ইমাম তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। বর্তমানে নব দম্পতি রুমার বাড়িতে অবস্থান করছেন।