মেক্সিকোর মধ্যাঞ্চলীয় আতলাকোমুলকো এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে দোতলা বাসের সংঘর্ষে ১০ জন নিহত ও ৪১ জন আহত হয়েছে। খবর এএফপির।
সোমবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যমে প্রচারিত নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনটি বাসটিকে ধাক্কা দেয়।
নাগরিক সুরক্ষা কর্মকর্তা আদ্রিয়ান হার্নান্দেজ জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সংঘর্ষে বাসটির ছাদ ও পেছনের অংশ ধ্বংস হয়ে গেছে।
বাসচালককে গ্রেপ্তার করে স্থানীয় প্রসিকিউটরের কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে।