পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় স্কুল মাঠ থেকে প্রায় ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদরের রনচন্ডী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে অজগরটি রনচন্ডি নদীর খাল পেরিয়ে মাঠে চলে আসে। এ সময় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে এবং কেউ কেউ সাপটিকে মারার চেষ্টা করেন। খবর পেয়ে তেঁতুলিয়া বন বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে নিরাপদে উদ্ধার করে।
এদিকে এ ধরনের ঘটনায় সাধারণ মানুষকে বন্যপ্রাণী রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন ও বন বিভাগ।
এ বিষয়ে তেঁতুলিয়া বন বিভাগের কর্মকর্তা নুরুল হুদা বলেন, ইউএনওর মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং অজগরটিকে উদ্ধার করি। বর্তমানে এটি অসুস্থ অবস্থায় রয়েছে। সুস্থ হওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।