খেলাধুলা

কুলদীপের ঘূর্ণিতে ৫৭ রানে বিধ্বস্ত আরব আমিরাত

কুলদীপের ঘূর্ণিতে ৫৭ রানে বিধ্বস্ত আরব আমিরাত


দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (১০ সেপ্টেম্বর) এশিয়া কাপ ২০২৫-এর দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) মাত্র ৫৭ রানে গুটিয়ে দিল ভারত। স্পিনের জাদু ছড়িয়ে চার উইকেট শিকার করেন কুলদীপ যাদব, ম্যাচে যার সামনে দাঁড়াতেই পারেনি আরব আমিরাতের কোনো ব্যাটার।

ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল, তা প্রমাণ করেন বোলাররা। ইউএইকে তারা অলআউট করে মাত্র ১৩.১ ওভারে।

শুরুর দিকে অবশ্য কিছুটা লড়াই করেছিল আমিরাত। আলিশান শরাফু (২২ রান, ১৭ বল, তিন চার ও এক ছক্কা) এবং অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ২৬ রানের জুটি গড়েন। কিন্তু বুমরাহর দুর্দান্ত ইয়র্কারে কেটে যায় শরাফুর ইনিংস, এরপরই ভেঙে পড়ে প্রতিরোধ।

বরুণ চক্রবর্তী ফেরান মোহাম্মদ জোহাইবকে (২), এরপর ওয়াসিম (১৯ রান, ২২ বল, তিন চার) চেষ্টা করেছিলেন থিতু হওয়ার। তবে কুলদীপ নামার পর একাই ম্যাচ ঘুরিয়ে দেন। মাত্র ২.১ ওভারে ৭ রান খরচে তুলে নেন ৪ উইকেট। তার স্পিনের ঘূর্ণি সামলাতে গিয়ে একে একে সবাই হার মানেন।

শেষ দিকে ইউএইয়ের ব্যাটিং লাইনআপ যেন ধ্বসে পড়ে—শেষ ৬ উইকেট তারা হারায় মাত্র ৯ রানের ব্যবধানে।

ভারতের বোলারদের মধ্যে পার্ট টাইমার শিবম দুবে নেন ৩ উইকেট, বুমরাহ, চক্রবর্তী ও অক্ষর প্যাটেল শিকার করেন একটি করে উইকেট।

ভারতের ব্যাটিং যদিও এখনো বাকি আছে তবে তা নিয়মরক্ষারই বলা চলে৷





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।