পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক তিন অভিযানে অন্তত ১৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, ৯-১০ সেপ্টেম্বর মোহমন্দ জেলায় অভিযানে তীব্র সংঘর্ষের পর ১৪ জন সন্ত্রাসী নিহত হয়। নর্থ ওয়াজিরিস্তানের দত্ত খেল এলাকায় আরও চারজন নিহত হয়, আরেক অভিযানে একজন নিহত হয়। এ সময় সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
সামরিক বাহিনীর দাবি, এরা নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবানের সদস্য। পাকিস্তান সেনারা তাদের ‘ফিতনা আল খাওয়ারিজ’ বলে উল্লেখ করে। এ ছাড়া বেলুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে তারা ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ নামে উল্লেখ করে, যা ভারতের কথিত সম্পৃক্ততার ইঙ্গিত বহন করে। সূত্র : ডন