নওগাঁর মান্দায় পরানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে এ বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগ করে, প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ নানা ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত। ফিঙার প্রিন্ট রেজিস্ট্রেশনের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ নেওয়া হলেও, তা কার্যকর করা হয়নি। একইভাবে পরিচয়পত্র (আইডি কার্ড) তৈরির টাকাও লোপাট করা হয়েছে। এ ছাড়া বিদ্যালয়ের পুরোনো ভবনের টিন বিক্রি করে ব্যক্তিগতভাবে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
এ নিয়ে শিক্ষার্থীরা শিক্ষকের সঙ্গে বিদ্যালয়ে আলোচনা করতে গেলে সহকারী শিক্ষক তাদের মারধর করেন। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা বৃহস্পতিবার স্কুল সময়ে সকালে একত্রিত হয়ে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে তারা প্রধান শিক্ষকের বাইকে আগুন ধরিয়ে দেয়।
নবম শ্রেণির শিক্ষার্থী জুবায়েদ হোসাইন বলেন, স্যার অনেক টাকা আত্মসাৎ করেছেন। ফিঙ্গার প্রিন্ট আর আইডি কার্ডের টাকাও নিয়েছেন, কিন্তু কাজ করেননি। পুরোনো টিন বিক্রি করে টাকাও নিজের পকেটে নিয়েছেন। আমরা এসব দুর্নীতির জন্য তার পদত্যাগ চাই।
খবর পেয়ে মান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে কালবেলাকে জানান মান্দা থানার ওসি মনসুর রহমান। এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।